Logo
Logo
×

ক্রিকেট

মা চেয়েছিলেন ট্রফি জয়: গুরবাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৪:৩৭ পিএম

মা চেয়েছিলেন ট্রফি জয়: গুরবাজ

আইপিএলের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে গুরবাজ প্রথমেই জানালেন তার মায়ের কথা। আইপিএল খেলতে আসা রহমানুল্লাহ গুরবাজ মা অসুস্থ থাকায় মাঝে দেশেও ফিরে গিয়েছিলেন। তার মায়ের কথায় আবার দলের জন্য ভারতে খেলতে আসেন তিনি। 

আইপিএলের শুরুতেই প্রথম একাদশে জায়গা হচ্ছিল না গুরবাজের। সে সময় ওপেন করছিলেন ফিল সল্ট আর সুনিল নারিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সল্ট দেশে ফিরে গেলে সুযোগ পান গুরবাজ। তিনি বলেন, ‘সল্ট দুর্দান্ত খেলেছে। তবে আমিও নিজেকে প্রস্তুত রাখছিলাম। জানতাম, সল্ট কখনো সমস্যায় পড়লে কিংবা চোট পেলে আমাকে নামতে হবে। সেই জন্য নিজেকে সব সময় তৈরি রাখতাম।‘

গুরবাজ ফাইনালে ৩২ বলে ৩৯ রান করেন। শুরুতেই ওপেনার সুনিল নারাইন আউট হলেও তিনি দলকে এগিয়ে নিয়ে যান। ম্যাচ জিতে গুরবাজ বলেন, ‘আমার মা নিশ্চয়ই খেলা দেখছে। এখন মা সুস্থ আছে। ম্যাচের আগে মায়ের সঙ্গে কথাও বলেছি। জিজ্ঞেস করেছিলাম মায়ের কী চাওয়া। শুধু জয় চেয়েছিলেন মা।’

আইপিএল গুরবাজ দ্বিতীয়বারের মতো কাপ জিতলেন। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জিতেছিলেন তিনি। গুরবাজ বলেন, ‘আমি খুবই ভাগ্যবান। আমি দুবার আইপিএল জিতেছি। দুই মাস ধরে আমরা যে পরিশ্রম করেছি, তার প্রতিদান পেলাম। এটা স্পেশ্যাল।‘ সূত্র: আনন্দবাজার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম