Logo
Logo
×

ক্রিকেট

‘ভারত জিতে গেলে ক্রিকেটের মজাটাই হারিয়ে যেত’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

‘ভারত জিতে গেলে ক্রিকেটের মজাটাই হারিয়ে যেত’

ভারত হারায় ক্রিকেটেরই ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক। এর আগে ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছিলেন তিনি।

পাকিস্তানের এক টিভি চ্যানেলে রাজ্জাক বলেন, ‘সত্যি বলতে, ক্রিকেট জিতেছে। একটা দল পরিস্থিতিকে নিজেদের মতো করে তৈরি করবে, এটা হতে পারে না। ভারত জিতে গেলে ক্রিকেটের মজাটাই হারিয়ে যেত। যারা সাহসী, যারা শক্তিশালী, যারা চেষ্টা করে এবং নির্দিষ্ট দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেয়, ক্রিকেট সব সময় তাদের সঙ্গেই থাকে।’

তিনি আরও বলেন, ‘ওরা পরিবেশকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে জিতত। তাই এটা ভেবে খুশি হয়েছি যে ভারত জেতেনি। কিছু তো আছেই ওদের পিচে। আমার মনে হয়, একদম তরতাজা পিচে খেলা হওয়া উচিত ছিল। দুটো দলেরই তাতে সুবিধা হতো। ফাইনালেও ভারত নিজেদের সুবিধামতো পিচ বানিয়েছিল। যদি কোহলি শতরান করে দিত তাহলে ভারতও বিশ্বকাপে জিতে যেত।’

এই রাজ্জাকই কিছু দিন আগে ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়ার কথা উদাহরণ হিসেবে এনেছিলেন তিনি। রাজ্জাক বলেছিলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদিচ্ছার কথা বলছি। যখন আমি খেলতাম তখন অধিনায়ক ইউনুস খানের ওপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম ও পাকিস্তানকে জেতাতে চায়। সেই কারণে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতাম। অনেক সময় আমরা জিতেছি। এখন সেই ইচ্ছাটাই চলে গিয়েছে সবার।’ 

এরপরই ঐশ্বরিয়াকে উদাহরণ হিসেবে টেনে এনেছিলেন রাজ্জাক। তিনি বলেন, ‘যদি আমি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কী কখনো সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’ পরে সেই চ্যানেলেই ক্ষমা চেয়েছিলেন রাজ্জাক।

রোববার বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। ভারতের হারে খুশি পড়শি দেশ পাকিস্তানের অনেকেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম