ভারতীয় টিমের দুর্বলতা সামনে আনলেন আকরাম ও মিসবাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
ভারতে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে শ্রেয়াস আইয়ারকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য বিশেষ কিছু করতে পারেননি শ্রেয়াস। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়ে পুরো সদ্ব্যবহার করেছেন সূর্যকুমার যাদব। তিনি দলকে আত্মবিশ্বাস দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্য ৪৯ রানের ইনিংস খেলেন, যেখানে ভারতের প্রায় সব ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
হার্দিক পান্ডিয়ার ফেরার পর সূর্যকুমার যাদব নয়, বাজে ফর্মের সঙ্গে লড়াই করা শ্রেয়াস আইয়ার দল থেকে আউট হতে পারেন বলে মনে করা হচ্ছে। আইয়ার এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র ২২ দশমিক ৩৩ গড়ে ১৩৪ রান করেছেন। আইসিসির চলতি টুর্নামেন্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। একইসঙ্গে আইয়ারকে কিছু ম্যাচে শর্ট আউট হতে দেখা গেছে, যা দীর্ঘদিনের তার দুর্বলতা। ভারতীয় দল আগামী ২ নভেম্বর বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে খেলতে নামবে।
শ্রেয়াস নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, শ্রেয়াস সমস্যায় পড়তে পারেন। ব্যর্থতার কারণে তিনি ভারতের প্লেয়িং ইলেভেনে তার স্থান হারাতে পারেন। মিসবাহ আরও বলেন, ‘ফিট হওয়ার পর হার্দিক পান্ডিয়া দলে ফিরবেন। প্রথম দিন থেকে আমি অনুভব করেছি যে, কেএল রাহুল ৫ নম্বরে নামছেন কিন্তু তিনি অনেকটা দেরি করে ফেলেছেন। তিনি একজন ক্লাস প্লেয়ার এবং তার চার নম্বরে ব্যাট করা উচিত। একবার হার্দিক ফিরে এলে, সূর্যকুমার যাদব ছয় নম্বরে ব্যাট করবেন এবং জাদেজা সাতে নম্বরে। তাহলে তাকে (আইয়ার) নির্বাচন করা কঠিন হয়ে যাবে।’
শ্রেয়াসকে নিয়ে মিসবাহ আরও বলেন, ‘তিনি শর্ট বলের আশা করছেন। আপনি শর্ট বল সম্পর্কে অতিরিক্ত চিন্তা করছেন এবং আপনি সমস্যায় পড়েছেন। তার সামনের পা দেখুন। প্রাথমিক নড়াচড়ার পরে, এটি কোথাও যায় না এবং তিনি শর্ট বল খেলার মতো অবস্থায় নেই। এমনকি তিনি শর্ট বল এড়াতে চেষ্টাও করেন না।’
মিসবাহর সঙ্গে একমত হয়েছেন পাকিস্তানের আরেক ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি ইশান কিষানের কথা বলেছেন। ভারতীয় লাইন-আপে শ্রেয়াসের দুর্বলতা সম্পর্কে উপস্থাপক জিজ্ঞাসা করলে, শ্রেয়াসকে ‘ভারতের দুর্বলতম’ বলে অভিহিত করেন আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ভারতের মিডল অর্ডারে বা-হাতি ব্যাটসম্যান ইশান কিষান দারুণ একটা বিকল্প। তার মতে এটি হলে দলে বৈচিত্র্যের একটি স্তর যোগ হবে। শ্রেয়াস নিয়ে কথা বলতে গিয়ে আকরাম বলেন, ‘হ্যাঁ, তাকে পারফর্ম করতে হবে কারণ ইশান কিষান বাইরে বসে আছেন এবং তিনি একজন বা-হাতি। এশিয়া কাপে তিনি যে প্রথম ম্যাচে খেলেছিলেন, মনে রাখবেন, তিনি এবং হার্দিক পান্ডিয়া একটি পার্টনারশিপ করেছিলেন। তাই সে মিডল অর্ডারে ব্যাট করতে পারে।’