Logo
Logo
×

ক্রিকেট

শাহিনের ফর্ম নিয়ে শঙ্কিত শোয়েব ও কুম্বলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৬:২৬ এএম

শাহিনের ফর্ম নিয়ে শঙ্কিত শোয়েব ও কুম্বলে

শ্রীলংকার বিরুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে শাহিন আফ্রিদির ইনজুরি এবং বোলিংয়ের গতি কমে যাওয়া নিয়ে শঙ্কিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা, শোয়েব মালিক, ওয়াকার ইউনিস ও ভারতের অনিল কুম্বলে। 

ধারাভাষ্যের সময় আফ্রিদির আঙুলের আঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজা।  বলেন, ফাস্ট বোলার বর্তমানে বোলিং করার সময় ব্যথা অনুভব করছেন।

রমিজ রাজা বলেন, শাহিনের আঙুলে চোট লেগেছে এবং ব্যথা নিয়ে বোলিং করছেন।

মালিকও একই ধরনের কথা বলেছেন।  তিনি শাহিনের গতি এবং নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

গতি কমার বিষয়ে দলের ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে।  তাই থিঙ্ক ট্যাংকে অবশ্যই শাহিনের সঙ্গে বসতে হবে এবং এ সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। 

স্টার স্পোর্টসে সাক্ষাতকার দেওয়ার সময় ওয়াকার ইউনিসও শাহিন সম্পর্কে একই রকম কথা বলেন। 

তিনি বলেন, পাকিস্তানের সাফল্য আসতো- যখন শাহিন সত্যিই প্রথম দিকের উইকেট তুলে নিত।  বছরের পর বছর ধরে, সে এটা অনেকবার করেছে। 

আহমেদাবাদে ১৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাবেক ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেও শাহিনের ফর্ম নিয়ে উদ্বিগ্ন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম