Logo
Logo
×

ক্রিকেট

শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান ইহসানুল্লাহ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:১৩ পিএম

শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান ইহসানুল্লাহ?

ফাইল ছবি

পাকিস্তানের রাইজিং স্পিডস্টার ইহসানউল্লাহর দিকে দৃষ্টি ক্রিকেটবিশ্বের। উদীয়মান এই সিমার ঘণ্টাপ্রতি ১৪০ কিলোমিটার গতিতে বল ছুড়েন। মনে করা হচ্ছে-তাকে দিয়েই শোয়েব আখতারের রেকর্ড ভাঙ্গা সম্ভব।

তবে ২০ বছর বয়সি স্পিডস্টা বলছেন ভিন্ন কথা। পেস কিংবদন্তি শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ডের দিকে তার নজর নেই। ২০ বছর বয়সি এই স্পিডস্টার শনিবার জিও নিউজকে এ কথা বলেন। 

শনিবার ইহসানউল্লাহ বলেন, ‘শোয়েব আখতার আমাদের কিংবদন্তি।  তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না।  প্রথমত বোলিং করতে ভালোবাসি।  ভালো লাইন ও লেন্থে বল রাখার পাশাপাশি গতি বাড়ানোর চেষ্টা করব।’

আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেন ইহসানউল্লাহ। পরে তাকে টি-টোয়েন্টি দলে ডাকা হয়। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছয়টি উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পরে তিনি ওডিআইতে ডাক পান। 

ইহসানউল্লাহ বলেন, ‘আমি প্রতিটি সুযোগ আঁকড়ে ধরতে চাই।  আমি আমার শক্তি অনুযায়ী পারফর্ম করতে এবং দলের জন্য ম্যাচ জিততে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি ওমর গুলের সঙ্গে কাজ করছি।  যতটা পারি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি।’

পিএসএলে ভালো পারফরম্যান্স করেছেন ইহসানউল্লাহ।  এই আসরে রানার্স-আপ মুলতান সুলতানদের বোলিং অ্যাকশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ডান-পেসার।  তিনি ২২টি উইকেট নিয়েছেন। 

ইহসানুল্লাহ পিএসএলের ইতিহাসে প্রথম উদীয়মান খেলোয়াড় যিনি টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেছেন। তার আগে কোনো বোলারই জিততে পারেননি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম