Logo
Logo
×

কোভিড-১৯

করোনা শনাক্ত ২৩০ জনের, মৃত্যু ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১০:১২ পিএম

করোনা শনাক্ত ২৩০ জনের, মৃত্যু ২

দেশে হঠাৎ করে ফের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২১৮ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। 

এ সময় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জন। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২৯৭২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ২৯৬৭টির। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম