Logo
Logo
×

কোভিড-১৯

রাজধানীতে নতুন ৪ কোভিড রোগী শনাক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৪:৪৭ পিএম

রাজধানীতে নতুন ৪ কোভিড রোগী শনাক্ত

মহামারি করোনাভাইরাসে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। দেশের আর কোথাও এই সময়ে কেউ করোনায় আক্রান্ত হয়নি, কারো মৃত্যুও হয়নি।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার মিলিয়ে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ঢাকাতেই পরীক্ষা হয়েছে ২৩২টি নমুনা। তাতে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। 

দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৫ শতাংশ ছিল।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৬ দিন ধরে করোনায় কেউ মারা যায়নি দেশে।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৫৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১ জন কোভিড রোগীর সেরে ওঠেছে। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬০৮ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম