Logo
Logo
×

কোভিড-১৯

ঢাকায় ৩ কোভিড রোগী শনাক্ত, মৃত্যু নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৫:৫৩ পিএম

ঢাকায় ৩ কোভিড রোগী শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত ২৪  ঘণ্টায় তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

গত একদিনে শনাক্ত রোগীদের সবাই রাজধানীর বাসিন্দা। দেশের আর কোথাও একদিনে নতুন করে কারও সংক্রমণের তথ্য পাওয়া যায়নি। দেশের ৫৫ জেলায় কোনো নমুনা পরীক্ষাই হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৩৯টি নমুনা পরীক্ষা করে নতুন ৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ০৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৪৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ জন কোভিড রোগী সুস্থ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬০৫ জন। গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৪ দিন ধরে কোভিডে কারো মৃত্যু হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম