Logo
Logo
×

সারাদেশ

থানায় খবর দিয়ে আ.লীগ কর্মীকে ধরিয়ে দিলেন স্থানীয়রা

Icon

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম

থানায় খবর দিয়ে আ.লীগ কর্মীকে ধরিয়ে দিলেন স্থানীয়রা

ছবি: যুগান্তর

থানায় খবর দিয়ে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে।

গ্রেফতার ব্যক্তি হলেন- উপজেলার কুড়ারপাড় গ্রামের মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে নৌকা তৈরি করেন ময়নাল হক ও মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫)।নৌকার সঙ্গে তাদের ছবিসহ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ প্রিন্ট করা লেখা লাগানো স্লোগান ছিল ডিজিটাল ব্যানারে।পরে ওই নৌকাটি বাঁশের আগায় ঝুলিয়ে রাখেন তারা।

শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সহায়তায় ময়নালকে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম