Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী বৃদ্ধার

Icon

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০১:৫৩ পিএম

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী বৃদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় করিমন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা করিমন বেওয়া বাকপ্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। ভিক্ষা করে জীবনযাপন করতেন তিনি।

এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। সোমবার রাতে তিনি কালাচান মোড়ের উত্তরে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক অটো চালককে শনাক্তের চেষ্টা চলছে।

রুঙ্গামারী সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম