Logo
Logo
×

সারাদেশ

রোগীর স্বজনকে লাথির ভিডিও ভাইরাল, দায়িত্ব থেকে চিকিৎসককে অপসারণ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম

রোগীর স্বজনকে লাথির ভিডিও ভাইরাল, দায়িত্ব থেকে চিকিৎসককে অপসারণ

সিলেটের ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি মারার ভিডিও এখন ভাইরাল। এ ঘটনার পর অভিযুক্ত চিকিৎসককে দায়িত্ব থেকে অপসারণ করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন হাসপাতালের পরিচালক।

হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় একপর্যায়ে লাথি দেন চিকিৎসক তন্ময় দেবনাথ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালে একজন চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক ব্যক্তি এবং উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে এক রোগীর স্বজনকে লাথি মারেন চিকিৎসক তন্ময়।

ভিডিওটির ঘটনাস্থল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ড।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে জুবায়ের আহমদ (২২) নামের এক রোগীকে নিয়ে এ ঘটনার সূত্রপাত।

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জের কলাগাঁও এলাকার বাসিন্দা জুবায়ের শুক্রবার থেকে পেটের নিচে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার দুপুরে জুবায়েরের পাশে তার বন্ধু মিজান আহমদ (২২) ছিলেন। মিজানের সঙ্গেই তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসকের বাগবিতণ্ডা এবং লাথি দেওয়ার ঘটনা ঘটেছে।

তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসক স্নাতকোত্তর ‘ফেজ-বি’–এর আবাসিক শিক্ষার্থী।

জুবায়ের জানান, তার বন্ধু মিজান আহমদ তাদের পার্শ্ববর্তী আনন্দনগর গ্রামের বাসিন্দা। মিজান মিস্ত্রির কাজ করেন।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম