চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা
রইস উদ্দিনের খুনিদের শনাক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও পরে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে সারা দেশ ‘অচল’ করার হুঁশিয়ার দেন নেতারা।
সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। এতে কেন্দ্রের নির্দেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা একাত্মতা প্রকাশ করে।
সমাবেশে বক্তারা বলেন, মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন। এ কারণে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। যারা এ হত্যাকাণ্ড করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই- আমাদের সুন্নিরা বারবার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামব।
দ্রুত আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে এবং আমরা যদি রাজপথে নামি তাহলে সারা দেশ অচল করে দিব।
এদিকে রইস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে প্রথমে নির্মম নির্যাতন ও পরে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশ থেকেও খুনিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতার আনার দাবি জানানো হয়েছে।
