Logo
Logo
×

সারাদেশ

রৌমারীতে ইটভাটার ধোঁয়ায় বোরো ধানে চিটা, দুশ্চিন্তায় কৃষক

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম

রৌমারীতে ইটভাটার ধোঁয়ায় বোরো ধানে চিটা, দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামের রৌমারীতে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধানে চিটা দেখা দিয়েছে। ফলন না পাওয়ার আশঙ্কা করছেন ৫ শতাধিক কৃষক।

এদিকে ক্ষতিগ্রস্ত ইটভাটা বন্ধে ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দিয়েছেন কৃষকরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার বিকাল ৩টার দিকে রৌমারী উপজেলা চত্বরে কুটিরচর, চর বন্দবেড় ও বৃহত্তর খঞ্জনমারা এলাকার কৃষকরা বিক্ষোভ করেন। 

তাদের দাবি, ২৫ একর জমির বোরো ধান বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে। আমরা ফসলের ক্ষতিপূরণ চাই। ইটভাটা বন্ধ করতে হবে। আরও ২০০ একর জমির বোরো ধানের শীষে দেখা দিয়েছে চিটা। 

 খোঁজ নিয়ে জানা গেছে, ৫ বছর আগে আওয়ামীপন্থি প্রভাবশালীদের ছত্রছায়ায় উপজেলার কুটিরচর লোকালয় এলাকায় গড়ে ওঠে মেসার্স এনএম ব্রিকস। এরপর থেকে প্রতি বছর নানাভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। ফসলি জমি লাগোয়া ইটভাটায় দিনরাত পুড়ছে ইট। বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে চারপাশ। এর প্রভাব পড়েছে বোরো ধানে। রোগ বালাই ছাড়াই মরে যাচ্ছে ধানগাছ এবং ধানের শীষে দেখা দিয়েছে চিটা।

বৈজ্ঞানিক জার্নালের তথ্যমতে, ইটভাটা থেকে নির্গত দুষিত উপাদানের মধ্যে পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। উপরন্তু, মেসার্স এনএমএ ব্রিকসের চিমনীটি পরিবেশসম্মত উচ্চতায় না থাকায় উৎপন্ন গ্যাসগুলো সরাসরি লোকালয়ে ও ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে। 

স্থানীয় আইউব আলী যুগান্তর প্রতিনিধিকে জানান, এই ইটভাটায় (মেসার্স এনএম ব্রিকস) গাছ পোড়ানো হয়, যে বয়সে লেখাপড়া করার কথা সেই বয়সে এসব ইটের ভাটায় অনেক শিশু-কিশোর কাজ করছে। 

হাবিল উদ্দিন বলেন, ইটভাটার ধোঁয়ার দূষণে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি, আমাদের জমির ফসল বিনষ্ট হচ্ছে, ফলমূলের গাছ মারা যাচ্ছে। 

সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, এ ইটভাটার পাশে চর বন্দবেড় কমিউনিটি ক্লিনিক। ধোঁয়ার যন্ত্রণায় সেখানে রোগীরা যেতে পারেন না, এলাকার রোগীদের স্বার্থে আমার বাড়ির একটি ঘর ছেড়ে দিয়েছি। 

একই চিত্র দেখা গেছে উপজেলার ১২টি ইটভাটার সবগুলোতেই। তবে সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা গেছে জন্তিরকান্দা, নলবাড়ি, হাজীরহাট, দাঁতভাঙ্গা, কোনাচীপাড়া ও সায়দাবাদ এলাকার ইটভাটাগুলোতে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার বলেন, বিষয়টি জেনেছি। ১২টি ইটভাটার মধ্যে ৬টি ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে গোপনে কেউ কেউ চালিয়ে যাচ্ছে কিনা তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।  

রৌমারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম