২৯ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীর দুই গোডাউন থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার বিকালে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় চাল ব্যবসায়ী উপজেলার যাত্রাপুর গ্রামের জাহাঙ্গীর আলম বাবুকে (৪২) প্রধান আসামি করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪ জনকে।
এর আগে শুক্রবার দিনভর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুটি গোডাউনে রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেন।
শেখ নওশাদ হাসান বলেন, সরকারি বিভিন্ন চাল কয়েকজন ব্যবসায়ী কিনে দুটি গোডাউনে মজুত করে রেখেছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনভর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করি। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তাও পাওয়া গেছে।
অভিযানের সময় চাল ব্যবসায়ী বাবুসহ সবাই পলাতক ছিলেন। মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্য গুদামে নিয়ে আসা হয়। এ ঘটনায় রোববার উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খাদ্য পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, চাল ব্যবসায়ী বাবুসহ কয়েকজন ব্যবসায়ী চক্র মিলে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ সরকারি বিভিন্ন চাল কিনেন। এরপর ওই সব চাল গোপনে গোডাউনে মজুত করে পরে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করেন।
