Logo
Logo
×

সারাদেশ

বকেয়া টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মসলা বিক্রেতাকে হত্যা

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

বকেয়া টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মসলা বিক্রেতাকে হত্যা

কুড়িগ্রামের উলিপুরে বাকিতে খাওয়া বকেয়া টাকা ফেরত চাওয়ায় মাবুল হোসেন (৫৫) নামে এক মসলা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক ঝালমুড়ি বিক্রেতা আলেপ উদ্দিনকে (৬৫) আটক করে রাখলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাবু শেখের ছেলে মসলা ব্যবসায়ী মাবুল হোসেন পার্শ্ববর্তী কুমারপাড়া এলাকার আছম উদ্দিনের ছেলে ঝালমুড়ি বিক্রেতা আলেপ উদ্দিনের কাছে মসলা বিক্রির টাকা পেতেন।

দীর্ঘদিন থেকে আলেপ উদ্দিন বাকির টাকা দেই দিচ্ছি বলে মাবুল হোসেনকে ঘুড়াতে থাকে। রোববার দুপুরে মাবুল হোসেন পাওনা টাকার জন্য আলেপ উদ্দিনের বাড়িতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে মাবুলকে ছুরিকাঘাত করেন আলেপ উদ্দিন।

মাবুলের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় আশপাশের লোকজন ঘাতক আলেপ উদ্দিনকে আটক করে থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানা নিয়ে আসেন। 

পান্ডুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আটককৃত আলেপ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে সোমবার (২৮ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। 

উলিপুর (

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম