Logo
Logo
×

সারাদেশ

বাউফলে পেট্রলের আগুনে দগ্ধ জামায়াত নেতার মৃত্যু

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

বাউফলে পেট্রলের আগুনে দগ্ধ জামায়াত নেতার মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পেট্রলের আগুনে দগ্ধ জামায়াত নেতা নাসির উদ্দিনের (৫২) মৃত্যু হয়েছে। রোববার মধ্য রাতে জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ্ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি অগ্নিদ্বগ্ধ হন।  নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন।

সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলাকালীন হিযবুল্লাহ বাজারে নাসির উদ্দিনের দোকানে পেট্রল নিতে আসেন এক বাইকার। এ সময় মোমবাতি জ্বালিয়ে পেট্রল দিতে গেলে তার দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দোকানের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্য রাতে তার মৃত্যু হয়। 

নাসির উদ্দিনের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।  

জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম