Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে ৩ সদস্যের কমিটি

Icon

যুগান্তর প্রতিবদেন ও পায়রা বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে ৩ সদস্যের কমিটি

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় মালামাল রাখার স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন সোমবার সকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন৷ 

তিনি জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া  এ কমিটি গঠন করেন। 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো থেকে প্রায় ৬০০ গজ দূরের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রাংশের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল রয়েছে। 

এর আগে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে এবং  রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

কালাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পটুয়াখালী আরএনপিএল তাপবিদ্যুৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম