মাটির চুলা মেরামতের সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে মাটির চুলা মেরামতের সময় সাপের কামড়ে তানিয়া খাতুন (৩৫) নামে তিন সন্তানের মা মারা গেছেন। রোববার দুপুরে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চান্দিয়ার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মৃত গৃহবধূ তানিয়া খাতুন বগুড়া ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের চান্দিয়ার গ্রামের ভ্রাম্যমাণ শুঁটকি মাছ বিক্রেতা আবদুস সাত্তারের স্ত্রী। সংসারে দুই ছেলে ও এক মেয়ে শিশু রয়েছে।
তানিয়া রোববার দুপুরে বাড়ির রান্নাঘরে মাটির চুলা মেরামত করছিলেন। এ সময় চুলার পাশে গর্তে মাটি ভরাটের চেষ্টা করলে সাপ তার হাতে কামড় দেয়। পরে তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকালে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুঁটকি মাছ বিক্রেতা আবদুস সাত্তার সাপের কামড়ে তার স্ত্রীর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
