Logo
Logo
×

সারাদেশ

ঝড়ে গাছের নিচে চাপা পড়ে নিহত ১, ফসলের ব্যাপক ক্ষতি

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

ঝড়ে গাছের নিচে চাপা পড়ে নিহত ১, ফসলের ব্যাপক ক্ষতি

রংপুরের কাউনিয়ায় কালবৈশাখী ঝড়ে খেজুর গাছের নিচে চাপা পড়ে মোফাজ্জল হোসেন (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে হারাগাছ পৌরসভার হক বাজার নয়াটারী গ্রামের নিজ বাড়িতে গাছের নিচে চাপা পড়ে আহত হন তিনি।

পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক মোফাজ্জল ওই গ্রামের মৃত আছান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় মোফাজ্জলের বাড়ির উঠানে তার অটোরিকশা রাখা হয়েছিল। সেটি দেখার জন্য ঘর থেকে বের হন তিনি। এ সময় বাড়িতে থাকা খেজুর গাছ ভেঙে পড়ে। আর গাছটির নিচে চাপা পড়েন মোফাজ্জল। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হারাগাছ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

এদিকে, শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। মাঠে থাকা ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা।

নাজিরদহ গ্রামের কৃষক কোবাদ আলী ও আব্দুল মজিদ বলেন, আমাদের জমির উঠতি ভুট্টা গাছ ঝড়ে ভেঙে পড়েছে।’ নিজপাড়া গ্রামের কৃষক লোকমান আলী বলেন, ‘আমার ২৪ শতাংশ জমির ধান মাটিতে নেতিয়ে পড়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো এলাকায় ধান, পাট, ভুট্টা গাছ মাটিতে হেলে পড়েছে। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।’

উপজেলা প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা মেজবাহুল হক বলেন, ‘আমাদের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারের তথ্য নেই। ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা চাওয়া হয়েছে।’

কাউনিয়া কালবৈশাখী ঝড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম