Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

আমতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বরগুনার আমতলীতে বজ্রপাতে রিপন হাওলাদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিপন আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গ্রামের মাঠে গরু চরাতে যান রিপন। একপর্যায়ে ভারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে রিপন মারা যান।

গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন, ‘মাঠে গরু চরাতে গিয়ে রিপন হাওলাদার বজ্রপাতে নিহত হয়েছে।’ আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আমতলী বজ্রপাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম