কোটালীপাড়ায় ১০ দোকান পুড়ে ছাই
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকের এ ঘটনায় পুড়ে গেছে ১০ দোকান। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
কুশলা বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৩টার দিকে আগুনের
খবর পাই। এসে দেখি বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে
আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এর আগে ১০ দোকান পুড়ে যায়।
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন তুলে
ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা লোন পরিশোধ
করবে কীভাবে।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, ‘আড়াই লাখ টাকার লোন নিয়ে
দোকান করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন লোন পরিশোধ করবো কীভাবে।’
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার
সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যায়। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
