Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Icon

গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ এএম

শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শরীয়তপুর গোসাইরহাটে রাশেদ (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার উপজেলার নলমূড়ি ইউনিয়নের চরভূইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত রাশেদ একই এলাকার মৃত আবদুর রশিদ মৃধার ছেলে।

পুলিশ জানায়, রাশেদ বৃহস্পতিবার রাত ৯টার সময় নিজের ঘরের আড়ার সঙ্গে রসি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপরে থানা খবর দেয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত ঘটনা জানা যায়নি বলেও জানান তারা।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

শরীয়তপুর গোসাইরহাট আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম