ভারত থেকে ফেরার পথে ইয়াবা কারবারি আটক
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারত থেকে ফেরার পথে ইয়াবা কারবারি লোকমান হেকিমকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার সকালে ভারত থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট কোম্পানি সদরের বিজিবি টহল দল বাংলাদেশ অভ্যন্তরে লোকমানকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
লোকমান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও এলাকার সীমান্তগ্রাম কলাগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
