Logo
Logo
×

সারাদেশ

বোর্ডের নকল বই তৈরির কারখানা সিলগালা

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

বোর্ডের নকল বই তৈরির কারখানা সিলগালা

নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বোর্ডের নকল বই তৈরির কারখানায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই জব্দ করে কারখানাটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা বাজারের ক্ষণিকালয় নামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল বোর্ড বই ও বই কারখানার সন্ধান পাওয়া যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত নকল জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান। কারখানাটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং মালিক পলাতক থাকায় কাউকেও এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। নকল বই তৈরির কারখানাটি সিলগালা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম