Logo
Logo
×

সারাদেশ

রাবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা ছাত্রনেতা আর নেই

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম

রাবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা ছাত্রনেতা আর নেই

আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন অধ্যক্ষ আব্দুল কাদের আর নেই। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

অধ্যক্ষ আব্দুল কাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার সবুজ চত্বরের ছাত্রনেতা, গুরুদাসপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, গুরুদাসপুর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান বলেন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে এসে কঠোর পরিশ্রম করেছেন। এলাকায় নারীশিক্ষা প্রসারের কথা চিন্তা করে মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন।

সাবেক এমপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ বলেন, আশির দশকে আব্দুল কাদেরসহ আমরা বিভিন্ন হলে হলে ছাত্রদল করার জন্য ছাত্রদের দাওয়াত দিতাম। সেই সময় আব্দুল কাদের দল গঠনে কঠোর পরিশ্রম করেছেন। তিনি দলকে শুধু দিয়ে গেছেন। তিনিও এমপি-মন্ত্রী হতে পারতেন।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম