|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের মহেশখালীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মামার হাতে ভাগিনা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন কামিতারপাড়া এলাকার বাসিন্দা মো. কালামিয়ার ছেলে মো. কাশিম (৩৫)। তিনি পেশায় একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, পাওনা টাকা নিয়ে কাশিমের সঙ্গে তার আপন মামা মো. গফুর এবং গফুরের ভাই হাছন আলীর মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়।
নিহতের স্ত্রী ও ভাই অভিযোগ করে জানান, ঘটনার দিন সকালে কাশিমের ছয় বছরের কন্যা স্কুলে যাওয়ার পথে গফুর, হাছন আলী ও তাদের পরিবারের সদস্যরা শিশুটিকে ভয় দেখিয়ে মারধরের চেষ্টা করেন। পরে স্থানীয়রা শিশুটিকে নিরাপদে স্কুলে পৌঁছে দেন। এরপর দুপুরে অভিযুক্ত গফুর, হাছন আলী, গফুরের ছেলে সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল মিলে কবিরবাজার এলাকায় কাশিমকে প্রকাশ্যে মারধর করেন। প্রাণ বাঁচাতে কাশিম দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নেন।
কিন্তু কিছুক্ষণ পর অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কাশিমের বাড়িতে হানা দিয়ে নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশিমকে মৃত ঘোষণা করেন।
কাশিমের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
