বাল্যবিয়ে করতে এসে ধরা খেলেন ভারতীয় যুবক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ের জন্য ভারত থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসেন সুশান্ত নাথ (৩০) নামের এক যুবক। বাজানো হচ্ছিল বিয়ের বাদ্যও। একটু পরই মালাবদল। এরই মধ্যে পুলিশ নিয়ে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। পণ্ড করে দেন বাল্যবিয়ের আয়োজন।
মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া এলাকায় ঘটে এমন ঘটনা।
অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
সুশান্ত নাথ ভারতের কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার চাঁদরা এলাকার পতিকান্ত নাথের ছেলে। আর কনের নাম শান্তা নাথ (১৪)। সে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকার লক্ষণ চন্দ্র নাথের মেয়ে ও বাঁশবাঁড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আসরে নেওয়ার জন্য ধর্মীয় রীতি অনুযায়ী যখন বর-কনেকে সাজানো হচ্ছিল, ঠিক সে সময়ে বাড়িতে ঢুকে পড়েন ম্যাজিস্ট্রেট। পুলিশসহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান অতিথিরা। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করা হয় কনের বাবাকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় কাগজপত্র পর্যালোচনা করে মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ করে দেয়। পাশাপাশি অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহের আয়োজনের দায়ে মেয়ের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভারতীয় যুবক সুশান্ত নাথকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ত্যাগ করতে বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
