মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ২৫ বছর আগে দাফন করা মুয়াজ্জিনের লাশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পেছনে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেওয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার দুপরে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদ নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
জানা গেছে, সরকারি অর্থায়নে শিবু কুটিরপাড় বাজার জামে মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পেছনে মাটি খনন করে রাখে হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লি ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হন।
স্থানীয় লোকজন কবর শনাক্ত করে জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং একজন পরহেজগার ব্যক্তি। প্রায় ২৫ বছর আগে মসজিদের পেছনে তাকে দাফন করা হয়েছিল; কিন্তু মসজিদের পেছনে যে হোসেন মুন্সির কবর দেওয়া হয়েছিল তা স্বজনদের স্মরণ ছিল না।
পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে গিয়ে শিবু কুটিরপাড় সামাজিক কবরস্থানে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।
কুর্শা ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ২৫ বছর আগে এ স্থানে মুয়াজ্জিন হোসেন মুন্সিকে দাফন করা হয়েছিল। মসজিদের ওয়াশ ব্লকের কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে সাদা কাপড় মোড়ানো লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুনরায় দাফন করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন, মসজিদের নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে কাপড় মোড়ানো একটি লাশ উদ্ধার করার বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ পাঠিয়ে তিনি ভালোভাবে খোঁজখবর নেওয়ার কথা জানান।
