Logo
Logo
×

সারাদেশ

জমির বিরোধে দোকানিকে পিটিয়ে হত্যা

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম

জমির বিরোধে দোকানিকে পিটিয়ে হত্যা

ভোলার পূর্ব ইলিশার আনন্দবাজার এলাকায় জমির বিরোধে মো. শাজাহান নামে এক দোকানিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই মো. আবু জানান, ৫ আগস্টের পর জমি দাবি করায় স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। মীমাংসায় স্থানীয় খালেদসহ কয়েকজনকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ১ লাখ টাকা দেওয়া হয়। বাকি ৫০ হাজার টাকা কুরবানি ঈদের পর দেওয়া হবে। এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার সকালে খালেক লোকজন নিয়ে শাজাহানের মালিকানাধীন মার্কেটের দোকানে তালা দেয়।

খবর পেয়ে শাজাহান তালা খুলতে গেলে খালেকের লোকজন হামলা করে। এ সময় আহত শাজাহানকে ভোলা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

নিহতের ভাই বশির জানান, পরিকল্পিতভাবেই হামলা করে তার ভাইকে হত্যা করা হয়েছে। নিহত শাজাহান একজন ব্যবসায়ী। পূর্ব ইলিশার ৬নং ওয়ার্ডের স্লুইস গেট বাজারে তার মার্কেট রয়েছে। ওই মার্কেট দখল করতে আসে খালেকের লোকজন।

ভোলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম