Logo
Logo
×

সারাদেশ

ইউনূস বললেন ডিসেম্বরে ভোট, মধ্যরাতে প্রেসনোটে বলা হলো জুনে: দুদু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

ইউনূস বললেন ডিসেম্বরে ভোট, মধ্যরাতে প্রেসনোটে বলা হলো জুনে: দুদু

নির্বাচনের জন্য আন্দোলনের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলেছেন। দেশের কল্যাণে ও স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘৩১ দফা বিএনপির একার না। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।’

কুড়িগ্রাম দুদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম