Logo
Logo
×

সারাদেশ

লাইভে এসে নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম

লাইভে এসে নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক

সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরে জেলার আহ্বায়ক মীর ইছহাক হোসেন ইখলাস। একইসঙ্গে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে অভিযোগ করেন ইখলাস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতার অভিযোগ, সদরের মেষ্টা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বদরুল হাসান বিদ্যুত ও তার পরিবারের লোকজন সোমবার সন্ধ্যায় তাকে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে।

ফেসবুক লাইভে ইখলাস বলেন, ‘রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ৫ আগস্টের ৮ মাস পর আসামিরা আমার বাড়িতে হামলা করতে আসছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১৩ নং মেস্টা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বদরুল হাসান বিদ্যুত, তার বাবা, চাচা ও চাচাতো ভাইয়েরা হামলা করতে আসছে। সমন্বয়কদের হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দিচ্ছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হওয়া সত্ত্বেও আমার সঙ্গে এ রকম আচরণের পরও প্রশাসনের টনক নড়ে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আমাদের জীবনকে ফাঁসির মঞ্চে রেখে কেন আজকে তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না।

 

তিনি বলেন, আজকে আমার বাড়িতে হামলা করার জন্য চক্রান্ত চালিয়েছে। হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল, পরবর্তীতে তারা হামলা চালাতে পারে নাই। তারা এখনও আত্মগোপনে থেকে আমাদের হুমকি দিচ্ছে। আমাদের এলাকায় থাকতে দেবে না। আওয়ামী লীগের দোসররা এখানও আমাদের ওপর হামলা চালাতে আসে, আমার বাবা-মার ওপর হামলা চালাতে আসে।

আওয়ামী লীগ নেতা বিদ্যুতের গ্রেফতার নিয়ে ইখলাস বলেন, ‘পুলিশ ও সরকার কত টাকার লেনদেন করে তাকে গ্রেফতার করছে না। কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না? এর জবাব দিতে হবে।’

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনি বারবার সুযোগ দিচ্ছেন এ আসামিদের। আপনি সুযোগ না দিলে আমার বাড়িতে হামলা চালানোর সুযোগ পেত না।’ স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনার পুলিশ প্রশাসন কি করে। প্রশাসন আমার ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানো পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নেই। আমার জীবনের বিনিময়ে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।’

এদিকে ইখলাসের অভিযোগের বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছে আওয়ামী লীগ নেতা বিদ্যুত। ওই পোস্টে তিনি ইখলাসের আনীত অভিযোগকে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সোমবার রাতেই হুমকিদাতাদের ধরতে তাদের বাড়িসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। আশা করছি, দ্রুত তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।

 

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম