Logo
Logo
×

সারাদেশ

চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৬ এএম

চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আটজনকে দুই দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রোববার গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গ্রেফতাররা হলেন- ছাত্রলীগ কর্মী খান মোহাম্মদ রাফি ওরফে সৃজন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল, সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস, ছাত্রলীগ নেতা মীর মারুফ, ছাত্রলীগ নেতা মীর আমিনুর রহমান, গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক বাবুল হোসেন, সঞ্জিব ঘোষ, মোশারফ হোসেন।  

তদন্তকারী কর্মকর্তা জানান, গত ১৫ এপ্রিল গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দহর ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

চিত্রশিল্পী আগুন মোটিফ রিমান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম