কাউনিয়া আ.লীগের সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল হান্নান খোর্দ্দভূতছাড়া গ্ৰামের জামাত আকন্দের ছেলে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক
কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পরপরই আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
