Logo
Logo
×

সারাদেশ

উত্তর বলে দেওয়ার অভিযোগে গ্রেফতার সুপার, প্রত্যাহার ৩ শিক্ষক

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

উত্তর বলে দেওয়ার অভিযোগে গ্রেফতার সুপার, প্রত্যাহার ৩ শিক্ষক

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপারকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হলে দ্বায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া হল সুপারের নাম মো. আজমুল হক। প্রত্যাহার হওয়া শিক্ষকদের পরিচয় জানা যায়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে গনিত পরীক্ষা চলাকালে হল সুপার আজমুল হক ১২ নম্বর হলে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে নিজের দোষ দোষ স্বীকার করেন অভিযুক্ত। দুপুর ১২টার দিকে আটককৃত হল সুপারকে শাহরাস্তি থানায় আনা হয়।

এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিব মো. আযাদ হোসেন বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।

ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ‘অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন। তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।’

কেদ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন বলেন, ‘হলে দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরিক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার বলেন, ‘কেদ্র থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএসসি পরীক্ষা শহরাস্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম