Logo
Logo
×

সারাদেশ

নওগাঁয় উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম

নওগাঁয় উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামাণিককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ এপ্রিল) বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই দিন বিকালে উপজেলার বানিয়াপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মফিজ উদ্দিন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত ওকাইয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি বলেন, রোববার বিকালে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে আওয়ামী লীগ নেতা মফিজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মফিজ উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। বিকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁ আ.লীগ সম্পাদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম