Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশু নিখোঁজ, তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশু নিখোঁজ, তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় রিকশা থেকে পড়ে এক শিশু নালায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ খবরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার পর থেকে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরে তল্লাশি শুরু করা হয়েছে। এখনো শিশুর খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, চকবাজারের কাপাসগোলার একটি হোটেলের পাশে নালায় একটি ব্যাটারিচালিত রিকশাসহ মা ও ছয় মাস বয়সি শিশু পড়ে যায়। পরে শিশুর মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও তল্লাশি কাজে সহায়তা করছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল। ডুবুরি টিম এসে শিশুকে উদ্ধারে কাজ করছে।  

এদিকে রাত ৯টার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উদ্ধার অভিযানে নির্দেশনা দিয়ে বলেন, শিশুটিকে উদ্ধারই প্রধান কাজ। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন। রিকশাযাত্রী মায়ের কোল থেকে ছয় মাসের শিশু নালায় ছিটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। তখন পানিতে স্রোত ছিল।  

তিনি বলেন, খাল নিয়মিত পরিষ্কার করা শুরু করেছি আমরা; কিন্তু আশপাশের ভবন থেকে সারাক্ষণ ময়লা আবর্জনা ফেলছে। নিজেদের সচেতন হতে হবে। এছাড়া শিগগিরই এ জায়গায় রেলিং দেওয়া হবে বলে জানান মেয়র।

উল্লেখ্য, চট্টগ্রামে অতীতেও খালে পড়ে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ২০২২ সালে ষোলশহর, ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়া, ২০২৪ সালের জুনে গোসাইলডাঙ্গা এলাকায় নালায় পড়ে শিশু নিখোঁজ হয়। 

চট্টগ্রাম নালায় শিশু নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম