Logo
Logo
×

সারাদেশ

ভোলায় ৩ লাখ ইয়াবা ধ্বংস

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

ভোলায় ৩ লাখ ইয়াবা ধ্বংস

ভোলায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা টেবলেট প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইজ ভোলার মাঠে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ, ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচএম মোস্তাফিজুর রহমান ও র্যাব-৮ এর সদস্যদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হয়।  

 কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন জানান, ২৬ ফেব্রুয়ারি ভোরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ও র্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। 

সেখানে তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। 

১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনকে এসব ইয়াবা ধ্বংসের নির্দেশ দেন পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি বেইজ ভোলার মাঠে এসব ইয়াবা ধ্বংস করা হয়েছে।

ভোলা ইয়াবা ধ্বংস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম