
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪ এএম
এবার হচ্ছে না ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:০০ এএম

আরও পড়ুন
চট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেলা উদযাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছর মেলা না করা সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার জমিদার আন্নর আলী খাঁ
বংশধরেরা চট্টগ্রাম জেলা প্রসাশককে একটি চিঠি দিয়েছেন।
জানা যায়, কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা মেলাটি প্রায় ২০০
বছর ধরে চলে আসছে। জমিদার মারা গেলেও তার বংশধরেরা প্রতি বছর বৈশাখের ৭ ও ৮ তারিখে
মেলাটি আয়োজন করে আসছেন। মেলা উপলক্ষে গোটা এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হত। মেলার ঐতিহ্য
অনুযায়ী স্থানীয়রা তাদের আত্মীয়স্বজনদের দাওয়াত দিতেন।
মেলা স্থগিত রাখার বিষয়ে জমিদারের বংশধর শাহাদাত হোসেন খান বলেন, ‘আমাদের
পরিবারের ঐতিহ্যবাহী মেলাটি ২০০ বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে। তবে এবার সার্বিক পরিস্থিতি
বিবেচনা করে মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যাতে জোরপূর্বক এ মেলার
আয়োজন করতে না পারেন সে বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।’