
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম
সিনেমায় মৃত্যু দৃশ্য দেখে শখের বসে যা করল শিশু

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম

আরও পড়ুন
বগুড়ার ধুনটে প্রাপ্তি বালা মণ্ডল (১১) নামে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা- টিভি বা সিনেমায় মৃত্যু দৃশ্য দেখে ওই শিশু শখের বসে গলায় ফাঁস দিয়েছে।
পুলিশ শনিবার রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামে ঘর থেকে তার লাশ উদ্ধার করে। রোববার সকালে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শিশু প্রাপ্তি বালা মণ্ডল বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পারের বানিয়াজান গ্রামের পবন চন্দ্র মণ্ডলের মেয়ে। সে বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পবন চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী উপুলী রানী দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যদিনের মতো শনিবার সকালে মেয়ে প্রাপ্তি বালাকে বাড়িতে রেখে ওই দম্পতি যমুনা নদীর চরে দিনমজুরের কাজ করতে যান। বিকাল সাড়ে ৫টার দিকে প্রাপ্তি বালা এলাকার দোকান থেকে বিস্কুট কিনে এনে খেয়েছে। ফুফুর সঙ্গে দেখা হলে স্বাভাবিক কথা বলেছে। সন্ধ্যার দিকে পবন ও উপুলী কাজ থেকে বাড়ি ফেরেন। তারা মেয়েকে ডাক দিলেও তার সাড়া পাননি।
ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া প্রাপ্তির ঝুলন্ত লাশ দেখতে পান তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ রাত ৮টার পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার বেলা ১১টার দিকে মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে শিশুটির অস্বাভাবিক মৃত্যুকে এলাকাবাসী রহস্যের চোখে দেখছেন। তারা এ শিশুর আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
শিশুটির বাবা পবন ও মা উপুলী বলেন, প্রতিদিনের মতো মেয়েকে একা বাড়িতে রেখে চরে কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়েছেন।
তারা বলেন, তাদের কোনো শত্রু নেই। মেয়ে আত্মহত্যা করেছে তাও সঠিকভাবে বলা যাচ্ছে না।
রোববার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হচ্ছে।
ওসির ধারণা- টিভি বা সিনেমায় মৃত্যু দৃশ্য দেখে ওই শিশু শখের বসে গলায় ফাঁস দেয়। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা না হত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ধুনট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।