
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম
কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে পরিবহণ ধর্মঘট

কুমিল্লা ব্যুরো/মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

আরও পড়ুন
থানায় এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হাজী ইদ্রিসকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে ধর্মঘট পালন করে মুরাদনগর পরিবহণ শ্রমিকরা।
রোববার সকাল থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এ ধর্মঘট পালিত হয়। এদিন ওই বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে সাধারণ শিক্ষার্থী এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। এর আগে শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ইদ্রিস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং পরিবহণ শ্রমিক নেতা।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় চাঁদা আদায়ে বাঁধা দেওয়ায় শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অ্যাডভোকেট ওবায়দুল হকের উপর হামলা করা হয়।
এ ঘটনায় পুলিশ আবুল কালামকে আটক করলে বিএনপি নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেওেয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিএনপি নেতা কর্মীরা থানায় এবং বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করে।
এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হাজী ইদ্রিস দুটি মামলার আসামি। এদিকে তাকে গ্রেফতারের পর উপজেলার কোম্পানীগঞ্জ টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। রোববার দিনভর সেখানে ধর্মঘট পালন করা হয়। এসময় ওই টার্মিনাল থেকে কোম্পানীগঞ্জ-ঢাকাগামী তিশা পরিবহণ, কুমিল্লাগামী ফারজানা, ফারহানা, রয়েল সুপার এবং সুগন্ধা পরিবহণের সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এদিন বিএনপি নেতা ইদ্রিসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
কোম্পানীগঞ্জ বাস মালিক সমিতি নেতা এবং রয়েল পরিবহণের পরিচালক জহির খান বলেন, বিএনপি নেতা এবং পরিবহণ শ্রমিক নেতা হাজী ইদ্রিসকে গ্রেফতারের প্রতিবাদে পরিবহন ধর্মঘট পালন করা হয়েছে। আমরা মনে করি হাজী ইদ্রিস থানায় হামলা এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় জড়িত নয়।
তিশা পরিবহণের পরিচালক রুহুল আমিন তুহিন বলেন, হাজী ইদ্রিসকে গ্রেফতারের প্রতিবাদে পরিবহণ মালিক শ্রমিকরা তাদের যানবাহন বন্ধ রাখে। আমরা অবিলম্বে ইদ্রিসের মুক্তি দাবি করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার সমন্বয়কারী অ্যাডভোকেট ওবায়দুল হক বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করার জন্যই তারা ধর্মঘটের নামে নৈরাজ্য করছে। পুলিশ এজাহারনামীয় আসামি গ্রেফতার করেছে। এতে ধর্মঘট হবে কেন? এগুলো নোংরা রাজনীতি।