
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম
গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

আরও পড়ুন
গাঁজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুর আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ফরিদপুর আইনজীবী সমিতি ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এ আর লিটন, আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম প্রমুখ।
এ সময় বক্তারা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, কোনো কারণ ছাড়াই দিনের পর দিন ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা সেখানকার মুসলিমদের অন্যায়ভাবে হত্যা করছে। বক্তারা বলেন, আমাদের ইসরাইলি পণ্যগুলো বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ হতে হবে।
আমরা সব মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমদের প্রতি সংহতি জানাই। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ এবং মুসলিম রাষ্ট্রনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।