
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম
আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, নারীসহ ৪ জন আহত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম

আরও পড়ুন
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা করেছে আসামি ও তার সহযোগীরা। রোববার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে এডিএম কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, ভূমি বিরোধের জেরে সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন বদরউদ্দিন ভূঞা বাড়ির ছেরাজুল হকের স্ত্রী মর্জিনা আক্তার একই বাড়ির আজিজুল হক গংয়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেন।
রোববার দুপুরে আদালতে হাজির হন দুইপক্ষ। একপর্যায়ে বাদী মর্জিনার ওপর হামলা করেন আজিজুল হক ও তার সহযোগীরা। এ সময় মামলার বাদী মর্জিনাকে রক্ষা করতে গেলে তার স্বামী ছেরাজুল হক, ছেলে এমদাদুল হক শাকিব ও এনামুল হক সজিবকে পেটায় হামলাকারীরা।
বাদী মর্জিনা আক্তার যুগান্তরকে বলেন, মামলা তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দেয় আসামিরা। আদালতের বারান্দায় আবারও হুমকি দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় আজিজুল হক, তার ছেলে আমজাদ হোসেন সুমন, আফজাল হোসেন সুজনসহ ১০-১২ জন সহযোগী তার ওপর হামলা করে। আইনজীবী ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আজিজুল হক বলেন, মামলার বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ছেরাজ ও তার ছেলেরা আমার ওপর হামলা করে। এতে তিনি ও তার দুই ছেলে মারাত্মক আহত হয়েছেন। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু বলেন, আসামিদের দাবি অনুযায়ী মামলা প্রত্যাহার না করায় এ হামলার ঘটনা ঘটে। আইনজীবী ও পুলিশের সহযোগিতায় প্রাণে রক্ষা পেয়েছেন বাদী এবং তার পরিবার।
ফেনী আদালত পরিদর্শক মাজহারুল করিম যুগান্তরকে বলেন, হামলায় জড়িত আমজাদ হোসেন সুমন ও আফজাল হোসেন সুজনকে ঘটনাস্থল থেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালত মুচলেকা নিয়ে তাদের সতর্ক করে ছেড়ে দেন।