
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম
ইস্পাত মিলে লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

আরও পড়ুন
সীতাকুণ্ডে একটি কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টায় উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় একটি ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শ্রমিকরা হলেন- সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ কুরুয়া এলাকার খেজুরতলা গ্রামের শামসুল হকের ছেলে মো. রিফাত (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। মিল কর্তৃপক্ষ তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনিও মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত লিমিটেড কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। মিল কর্তৃপক্ষ তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনিও মারা যান।
লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। নিহত দুই শ্রমিকের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে বলে ওসি জানান।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে মোস্তফা ও রিফাতের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।