
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম
হাজি সেলিমের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা নোয়াখালীতে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

আরও পড়ুন
ঢাকার লালবাগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ঘনিষ্ঠ সহচর ও চকবাজার থানা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে নোয়াখালী সোনাইমুড়ী থানা পুলিশ।
সোনাইমুড়ী থানার ওসি মো. মোর্শেদ আলম জানান, সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন পরিষদের মির্জানগর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে চকবাজার থানা যুবলীগের সহ-সভাপতি ও লালবাগের সাবেক সাংসদ হাজি সেলিমের ঘনিষ্ঠ সহচর ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দানকারী মিজানুর রহমানকে গ্রেফতার করে জুডিশিয়াল হাকিমের আদালতে চালান করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
মিজানুর রহমান মির্জানগর গ্রামের খন্দকার সফিউল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ মামলায় তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।