
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০২ এএম
ভাঙা লাইনের ওপর দিয়ে গেল ট্রেন

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০২:২০ পিএম

আরও পড়ুন
মাত্র তিনদিন আগে ভেঙে গিয়েছিল রেললাইন। খবর পেয়ে ভেঙে যাওয়া লাইনে মেরামত করে রেলকর্মীরা। তিনদিনের ব্যবধানে মেরামতকৃত লাইনে ফের ভাঙল। সেটি ঠিক করার আগেই ভাঙা লাইন দিয়ে গেল দুটি ট্রেন। ঘটনাটি রাজশাহীর পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ের।
ভাঙা লাইন দেখে রোববার ভোরে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় স্থানীয়রা।
কিন্তু রেল কর্মীদের আসার আগেই ঢাকাগামী বনলতা ও রাজশাহী থেকে চিলাহাটি গ্রামী বরেন্দ্র
এক্সপ্রেস ট্রেন দুটি ভাঙা রেল লাইনের ওপর দিয়ে চলে যায়।
মোহনপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, কয়েকদিন আগেই একই স্থানে
রেললাইন ভেঙে গিয়েছিল। খবর পেয়ে রেল কর্মীরা ভাঙা রেললাইন মেরামত করে যান। কিন্তু মাত্র
তিনদিনের ব্যবধানে আবার একই জায়গায় লাইন ভেঙে গেছে। এর ফলে ট্রেন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ
হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ভাঙা লাইনের ওপর দিয়ে দুটি ট্রেন কীভাবে চালালেন কর্তৃপক্ষ
সেটা আমরা বুঝতি পারছি না। দুটি ট্রেন যাওয়ার পর সকাল সাড়ে ৮টায় রেল কর্মীরা এসে ভাঙা
লাইন আবার মেরামত করেছেন।
রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের উপসহকারী
(পথ) প্রকৌশলী আহসান হাবিব। তিনি বলেন, লাইন
ফেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ভাঙা লাইন মেরামত করেছে।
ভাঙা লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ স্বীকার করেন তিনি।
প্রসঙ্গত, রাজশাহী থেকে ইশ্বরদী পর্যন্ত ৬৬ কিলোমিটার রেললাইনে গত দুই
সপ্তাহে চারবার দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেন।