
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম

আরও পড়ুন
শরীয়তপুর গোসাইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মুবিন ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকার গোসাইরহাট-হাটুরিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুবিন উপজেলার বাসুদেপচপ গ্রামের রসিদ কাজির ছেলে। তিনি সরকারি
শামসুর রহমান কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে রাতে গোসাইরহাট বাজারে যাচ্ছিল মুবিন।
তিনি চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেওয়ালের ধাক্কা দেয়। এতে গুরুতর
আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোসাইরহাট থানার ওসি মো.মাকসুদ আলম বলেন, মোটরসাইকেল দর্ঘটনায় নিহত
কলেজছাত্রের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।