
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ, আটক ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম

আরও পড়ুন
বরিশালের গৌরনদীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, গরুর বাছুর ছাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে মারধর করে ছোট ভাই। এতে প্রাণ হারায় বড় ভাই।
শনিবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) আটক করেছে পুলিশ।
মৃত দেলোয়ার হোসেন ফকির (৫৫) ওই গ্রামের মৃত সোহরাব হোসেন ওরফে ছবর আলী
ফকিরের ছেলে।
দেলোয়ারের ছেলে ফয়সাল ফকির অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে আমার বাবার
সঙ্গে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের (৫০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার
বিকালে চাচা গরুর একটি বকনা বাছুর ছেড়ে দেয়। ওই বাছুর আমাদের বাড়িতে এসে বিভিন্ন ফলজ
গাছের চারা ভেঙে ফেলে। এ নিয়ে আমার বাবা-মার সঙ্গে চাচা-চাচীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে
চাচা ও চাচী আমার বাবার ওপর হামলা চালায়। বাবার গলা টিপে ধরে ও
কিলঘুষি মারে। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে একাধিকবার বমি করে।
গৌরনদী থানায় পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছে দেলোয়ারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে
আসি। ময়নাতদন্তের জন্য দেলোয়ারের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্টে
লাশের গলায় দুটি দাগের চিহ্ন রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, দেলোয়ার হৃদরোগে আক্রান্ত ছিলেন। হত্যার
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা
মামলা হবে।
অভিযোগের বিষয়ে ছোট ভাই জাহাঙ্গীর বলেন, ‘আমার ভাই একবার স্ট্রোক করেছিল।
বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তার ওপর কেউ হামলা করেনি।’