
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
রৌমারীতে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:১৭ পিএম
-67faa03ea26f5.jpg)
আরও পড়ুন
কুড়িগ্রাম জেলার রৌমারীতে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার টিএনটি এলাকায় আদিবা অ্যান্ড আফরিন ইলেকট্রনিক্সে এ শোরুম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার, যমুনা গ্রুপের রৌমারী জোনের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, কুড়িগ্রাম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অফ সেলস মো. মাকসুদুর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রৌমারী বাজার বণিক সমিতির সদস্যরা।
এ সময় রৌমারী বাজার এলাকার ইলেকট্রনিক্স পণ্য ক্রেতা রোমান জানান, যমুনার পণ্য গুণে ও মানে অতুলনীয় এবং যমুনা আমাদের দেশিয় ব্র্যান্ড।
আদিবা অ্যান্ড আফরিন ইলেকট্রনিক্সের ম্যানেজার মো. রবিউল ইসলাম বলেন, যমুনার পণ্য ঈদুল ফিতরের আগে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ গুন বেশি বিক্রি হয়েছে। যমুনার পণ্য দেশ সেরা।
শোরুম উদ্বোধনের পর বিকাল ৫টার দিকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের জমকালো ব্যান্ড শোর মাধ্যমে সংগীত পরিবেশন করা হয়।