
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
বদরগঞ্জে বিএনপি নেতার খুনিদের গ্রেফতার দাবিতে আলটিমেটাম

রংপুর ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৩২ পিএম

আরও পড়ুন
রংপুরের বদরগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বিএনপি নেতা লাভলু সরকার (৪৫) হত্যাকাণ্ডে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
শনিবার এ দাবিতে শত শত মানুষ বদরগঞ্জ-রংপুর সড়কের পাকারমাথা নামক স্থানে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। এ কারণে এ সড়ক পথে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার সময় সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধন চলকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত লাভলু স্ত্রী রাহেনা বেগম, মেয়ে লাবনী আক্তার ও ছেলে মামলার বাদী রায়হান কবীর।
এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) হুমায়ুন কবীর মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত) এনামুল হক, বিএনপি নেতা সুমন সর্দার, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বিএনপি নেতা আবুজার গাফ্ফারী মন্টু প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকার জন্য মাস্টারমাইন্ড চেয়ারম্যান ও তার ছেলে তমালসহ মূলহোতারা গ্রেফতার হচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেওয়া হয়।
বক্তারা বলেন, অভিযুক্ত মানিক চেয়ারম্যান ও তার ছেলে তমাল দিন-দুপুরে প্রকাশ্যে লাভলু সরকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এখনও পর্যন্ত ঘাতকদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টো নিরীহ লোকজনকে ধরে নিয়ে গিয়ে দোষিদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করে পুলিশ।
গত ৫ এপ্রিল বদরগঞ্জ পৌরশহরে বিএনপির দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষে লাভলু সরকারকে (৪৫) দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা কালুপাড়া ইউনিয়নের চেয়ারমান শহিদুল হক মানিক তার পুত্র তানিভর আহম্মেদ তমাল, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সারোয়ার জাহান মানিকসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে আরও ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার লাভলু সরকারের ছেলে রায়হান কবীর ঘটনার তিনদিন পর এ মামলা করেন।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। একাধিক টিম মাঠে কাজ করছে।