
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
থানায় হামলা মামলা, বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
-67fa8a68af984.jpg)
আরও পড়ুন
কুমিল্লার মুরাদনগরে থানায় হামলার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার আসামি বিএনপি নেতা হাজী ইদ্রিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবহণ শ্রমিক নেতা।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অ্যাডভোকেট ওবায়দুল হকের ওপর হামলা করা হয়।
এ ঘটনায় পুলিশ আবুল কালামকে আটক করলে বিএনপি নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে থানায় এবং বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।
গ্রেফতার ইদ্রিস মামলা দুটির আসামি। এদিকে তাকে গ্রেফতারের পর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। তবে পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, বিএনপি নেতা ইদ্রিস থানায় হামলা এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় জড়িত। দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি। ডিবি পুলিশের একটি টহলদল তাকে গ্রেফতার করেছে।